
SALKIA HINDU SCHOOL
(HIGH & UNIT-2)


NATIONAL ANTHEM
জনগণমন অধিনায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা
পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ
বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল-জলধি-তরঙ্গ
তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে,
গাহে তব জয়গাথা।
জনগণ-মঙ্গল-দায়ক জয় হে ভারত-ভাগ্য-বিধাতা
জয় হে, জয় হে, জয় হে, জয় জয় জয়, জয় হে।।
About our National Anthem
Jana Gana Mana is the national anthem of India. This song was composed & written by the Nobel laureate Rabindranath Tagore. Jana Gana Mana song was first published under the title "Bharat Bhagya Bidhata" in the Tatwabodhini Patrika. The first stanza of this song was adopted as our National Anthem.
হও ধর্মেতে ধীর হও কর্মেতে বীর,
হও উন্নত শির, নাহি ভয়।
ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান
সাথে আছে ভগবান,—হবে জয় ।
নানা ভাষা, নানা মত, নানা পরিধান,
বিবিধের মাঝে দেখো মিলন মহান্ ;
দেখিয়া ভারতে মহা-জাতির উত্থান
জগজন মানিবে বিস্ময়!
তেত্রিশ কোটি মোরা নহি কভু ক্ষীণ,
হতে পারি দীন, তবু নহি মোরা হীন!
ভারত গগনে, পুনঃ উদিবে সুদিন—ঐ দেখ প্রভাত-উদয়!
ন্যায় বিরাজিত যাদের করে, বিঘ্ন পরাজিত তাদের শরে ;
সাম্য কভু নাহি স্বার্থে ডরে—সত্যের নাহি পরাজয়।
